শিকারীদের ফাঁদে আটকা পড়লো হরিণ,উদ্ধার করলেন বন বিভাগ

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
পূর্ব সুন্দরবনে শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া একটি হরিণ জীবিত উদ্ধার করেছেন বনরক্ষীরা। এসময় আটক করা হয়েছে হরিণ শিকারী চক্রের এক সদস্যকে।..

 

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চর থেকে হরিণটি উদ্ধার এবং শিকারীকে আটক করা হয়। পরে হরিণটি বনে অবমুক্ত করা হয়। 

কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, তার নেতৃত্বে  বনরক্ষীরা ডিমেরচর বনাঞ্চলে পায়ে হেটে টহল দিচ্ছিলেন। এসময় বনের মধ্যে ব্যাপক জায়গাজুড়ে হরিণ শিকারের মালাফাঁদ ও ছিটকা ফাঁদ পাতা এবং ওই ফাঁদে একটি হরিণ আটকে থাকতে দেখেন। পরে তারা জীবিত হরিণটি উদ্ধার করে বনে ছেড়ে দেন। 

পরবর্তীতে বনে তল্লাশি চালিয়ে আব্দুল হাকিম (৪০) নামে শিকারী দলের এক সদস্যকে আটক করেন বনরক্ষীরা। এসময় দুই শিকারী পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান মালাফাঁদ ও ছিটকা ফাঁদসহ ৭টি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করা হয়। আটক শিকারীর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামে।

বন কর্মকর্তা মিজানুর রহমান আরো জানান, আটক শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হবে। উদ্ধার করা ফাঁদ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। হরিণ শিকাররোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ##

 

মাহফুজুর রহমান বাপ্পী

Hiçbir yorum bulunamadı


News Card Generator