বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সৈয়দপুর ইউনিয়নের গাংনগর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
গত (২৮ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় গাংনগর বাজারে এ নির্বাচনী অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল বাসেদ।
আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি শাহ সুলতান শাকিমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে ইসলামী নেতৃত্বের বার্তা পৌঁছে দিতে এই নির্বাচনী অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।



















