close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নে ধানের শীষের জনসভায় জনতার ঢল

আরিফুল ইসলাম, বগুড়া avatar   
আরিফুল ইসলাম, বগুড়া
মহান আল্লাহর রহমতে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান - মীর শাহে আলম ..

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম বলেছেন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং ধানের শীষে ভোট দেওয়ার প্রবল আগ্রহ দেখে একটি মহলের মাথা খারাপ হয়ে গেছে। সে কারণেই তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

তিনি আরও বলেন, মহান আল্লাহর রহমতে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান।

গত (২৬ জানুয়ারি) সোমবার বিকাল ৫টায় শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জগন্নাথপুর মাঠে আয়োজিত ধানের শীষ মার্কার বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও জজকোর্টের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান তৌফিক, বর্তমান চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান তারা।

জনসভায় বিভিন্ন বয়সী নারী-পুরুষের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator