close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শিবগঞ্জের গাংনগরে দাড়িপাল্লার বিশাল মিছিল অনুষ্ঠিত 

আরিফুল ইসলাম, বগুড়া avatar   
আরিফুল ইসলাম, বগুড়া
****

বগুড়ার শিবগঞ্জের সৈয়দপুর ও দেউলী ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবস্থিত গাংনগর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাড়িপাল্লা প্রতীকের এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত (৩০ জানুয়ারি) শুক্রবার সন্ধ্যায় গাংনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বাজারের মূল পয়েন্টে এসে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সহ-সভাপতি আরিফ হোসেন, দেউলী ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলাম বিএসসি, সেক্রেটারি হাফেজ মাওলানা মামুনুর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল মিজান, বায়তুল মাল সম্পাদক আল আমিন, সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি শাহ সুলতান শাকিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম শাখার এইচআরডি সম্পাদক রাসেল আহমেদসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator