শিবগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি avatar   
আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি
****

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় সম্প্রতি নির্মিত একটি সড়কে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ ওঠার পর ঘটনাটি তদন্তে তৎপর হয় প্রশাসন।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সরেজমিনে তদন্ত করে। এ সময় তাদের সঙ্গে ছিলেন একজন নিরপেক্ষ প্রকৌশলীসহ দুদকের অন্যান্য কর্মকর্তারা।

 

স্থানীয়রা জানান, সড়কটি নির্মাণের অল্পদিনের মধ্যেই বিভিন্ন স্থানে খোয়া উঠে গেছে ও পিচ ধসে পড়েছে। তারা সড়কটির নির্মাণমান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের সময় দুদক দল শিবগঞ্জ এলজিইডি কার্যালয়েও যান।

 

স্থানীয় এলজিইডি সূত্রে জানা গেছে, ৮১ লাখ টাকা ব্যয়ে প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণ করা হয়েছে।

 

দুদকের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বলেন, "নিম্নমানের কাজ হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে আমরা পরিদর্শন করেছি। নিরপেক্ষ প্রকৌশলীর প্রতিবেদন পাওয়ার পর তা কমিশনে জমা দেওয়া হবে।"

 

এদিকে এলাকাবাসী এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

No comments found