close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শিবগঞ্জে নারী ভোটারদের সম্পৃক্ততা বাড়াতে মহিলা দলের কর্মীসভা শুরু..

আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি avatar   
আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি
****

নারী ভোটারদের অধিক সম্পৃক্ত করতে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা শুরু অনুষ্ঠিত হয়। উপজেলা জুড়ে দলটিকে সুসংগঠিত করার লক্ষ্যে ও বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে নারীদের সমর্থন বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ।

 

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবনার আলোকে নারীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ছড়িয়ে দিতেই মহিলা দলের এই কর্মসূচি।

 

এই কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৩০ এপ্রিল) সৈয়দপুর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মিনারা বেগম।

 

উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা ছাত্রদলের বিপুল রহমান এবং পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল।

 

সভায় আরও বক্তব্য রাখেন সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান তারা, মহিলা দল নেত্রী খাদিজা আক্তার, সুলতানা বেগম, সাবিনা ইয়াসমিন, শাহিদা বেগম, শামসুন্নাহার, জাহানারা বেগম, মুক্তা, নারগিছ ও খুশি বেগম সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

 

কর্মসূচির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নারী নেতৃত্বকে আরও সক্রিয় ও সংগঠিত করার লক্ষ্যে কাজ করছে মহিলা দল।

No comments found


News Card Generator