close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শহীদদের ভুল নাম: পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থানের শহীদের নাম নিয়ে বিতর্ক

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের নাম ভুল ছেপেছে। বইয়ে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে "নাহিয়ান" না
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের নাম ভুল ছেপেছে। বইয়ে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে "নাহিয়ান" নামের একজন শহীদ হন, কিন্তু এনসিটিবির কর্মকর্তারা জানান, তারা আসলে "নাফিসা হোসেন"-এর নাম উল্লেখ করতে চেয়েছিলেন। এই ভুল শুধরে ফেলা হবে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান। তিনি জানান, শিগগিরই সংশোধিত পিডিএফ পাঠানো হবে। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে নিহত গোলাম নাফিজ, মীর মুগ্ধ ও অন্যান্য শহীদের ছবি এবং কাহিনী পত্রিকায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। বইয়ে একই শহীদদের নাম সঠিকভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু ভুলক্রমে নাহিয়ান নামটি অন্তর্ভুক্ত করা হয়। পাঠ্যবইয়ে শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করা হলেও, এমন ভুল শহীদদের সম্মানহানির কারণ হতে পারে বলে মন্তব্য করা হচ্ছে। এনসিটিবি কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি চিহ্নিত করে সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েছেন।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator