close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শহীদ রওশন-জামান হিফজখানার হেফজ সম্পন্নকারী ৫ হাফেজকে পাগড়ি প্রদান..

M.A Hossain avatar   
M.A Hossain
****

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের শহীদ রওশন-জামান হিফজখানার হেফজ সম্পন্নকারী ৫ হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে। ২০২০ সালে চালু হওয়া এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন প্রফেসর ডাক্তার এস এ ফারুক। পাতাকোট হাজ্বী আব্দুর রশীদ জামে মসজিদের তৃতীয় তলায় পরিচালিত এই মাদ্রাসায় বর্তমানে ১০ জন হেফজ ছাত্র রয়েছে। ডা. এস এ ফারুকের উদ্যোগে এই মাদ্রাসার ছাত্রদের বিনামূল্যে পড়াশোনা, থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। তিনি তার আয়ের অর্থ থেকে হাজ্বী আব্দুর রশিদ জামে মসজিদ নির্মাণ, হেঁয়াকো এলাকায় মসজিদ প্রতিষ্ঠা করেছেন। আরো অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানের উনার অসামান্য অবদান রয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি