close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী সফল ও সার্থক করার লক্ষ্যে ময়মনসিংহে প্রস্তুতি সভা অনুষ্ঠিত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক দলের অন্যতম উপদেষ্টা, শ্রমিক দল ময়মনসিংহ বিভাগ ও জেলা শাখার সভাপতি, মোহাম্মদ আবু সাঈদ।

সভাটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন।

প্রস্তুতি সভায় ময়মনসিংহ জেলা শ্রমিক দলের আওতাধীন সকল উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ, পাশাপাশি জেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শহীদ জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর শাহাদাত বার্ষিকী পালনকে স্মরণীয় ও সার্থক করে তোলার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ। ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো: সুজন, সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা শ্রমিক দল এবং যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রমিক দল ময়মনসিংহ বিভাগ।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Nessun commento trovato