শহীদ খোকন মোল্লার পরিবারকে পাকা বাড়ি উপহার দিল কুষ্টিয়া জেলা জামায়াত ..

Imran Hossain avatar   
Imran Hossain
****

 

জাসদ সন্ত্রাসীদের হামলায় নিহত জামায়াত কর্মী শহীদ খোকন মোল্লার পরিবারের পূর্ণ দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে একটি পাকা বাড়ি উপহার দিল কুষ্টিয়া জেলা জামায়াত। এসময় উপস্তিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মোবারক হোসাইন, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেম, তারা বলেন শহীদ খোনের পরিবারের দায়িত্ব নেওয়ার পর আজ আমরা তার পরিবারকে একটি বাড়ি উপহার সহ  শহীদ খোকনের দুই কন্যার পড়াশোনারও সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে সংগঠনটি। 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator