close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শহীদ জিয়াউর রহমানের  শাহাদাতবার্ষিকীতে   জেলা কমিটির তোপের মুখে উপজেলা কমিটি। ..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আবদুল্লহ আল মামুন ঃ নোয়াখালী প্রতিনিধি

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৩০ মে) বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শেষে এতিম ও দরিদ্র শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য এডভোকেট আবদুর রহমান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ।

এছাড়াও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গির আলম, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবদল নেতা শওকত হোসেন ছগির, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল, সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন, পৌর যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল এবং সালাউদ্দিন সুমন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুদ্দিন হায়দার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুর উদ্দিন রুবেলসহ জাসাস ও মহিলা দলের নেতাকর্মীরা।

এ সময় জেলার নেতারা বলেন, কোম্পানীগঞ্জের বর্তমান রাজনৈতিক অস্থিরতা চরমে  । একজন আরেকজনের বিরুদ্ধে প্রতিনিয়ত বক্তব্য দিয়ে আসছেন। আমরা সবাই একই পরিবারের লোক। তাহলে কেন সবাই একসাথে একই মঞ্চে  থাকতে পারবো না। এ সময় রেগে গিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। এবং যারা একই মঞ্চে না আসে জেলাকে রিপোর্ট করা আহবান  জানান।
 তারা আরো বলেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশিরভাগ বিএনপি নেতাকর্মী কোম্পানীগঞ্জে নির্যাতিত হয়েছে। আপনারা একসাথে কাজ করেন, যে বিএনপি'র মার্কা নিয়ে আসতে পারবে আমরা সবাই তার জন্য জান প্রাণ দিয়ে কাজ করব। আমরা শহীদ জিয়াউর রহমানের দল করি। তারা আদর্শে আমাদেরকে চলতে হবে। 


বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও অবদান নিয়ে আলোচনা করেন এবং দেশের চলমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 
আলোচনা শেষে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির  আহবায় নুরুল আলম শিকদার জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। 
অনুষ্ঠান শেষে অতিথিরা কোম্পানীগঞ্জের বিভিন্ন মাদ্রাসায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ করেন। 

 

 

No se encontraron comentarios