close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শহীদ জিয়ার অবদান স্মরণ করে মাদারগঞ্জে বিএনপি'র বিজয় র‍্যালি ও পথসভা ​..

Tuhid hasan avatar   
Tuhid hasan
তৌহিদ হাসান

জামালপুরের মাদারগঞ্জে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালি এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
​১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মাদারগঞ্জ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি’র যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বিজয় র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
​পথসভায় বক্তব্য প্রদানকালে বিএনপি নেতারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন।
​🎤 পথসভায় যারা বক্তব্য রাখেন:
​পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট বাবুল খান।
​এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
​উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান।
​উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।
​মাদারগঞ্জ পৌর বিএনপি'র সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর।
​পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার।
​পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন।
​এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র  সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ মজনু ফকির এবং হাফিজুর রহমান সাকু।
​পথসভায় উপজেলা ও পৌর বিএনপি'র বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।l

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator