ইবি প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়া হল মসজিদে হলটির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহীদ জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইবি সাদা দল’-এর সদস্য সচিব ড. এ এস এম শরফরাজ নওয়াজ, ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ ছাত্রদলের নেতা-কর্মী এবং হলের অর্ধশতাধিক আবাসিক-অনাবাসিক শিক্ষার্থী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হল মসজিদের ইমাম বেলায়েত হোসাইন।
হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বর্তমান বগুড়া জেলার বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। দেশের গণতন্ত্র ও উন্নয়নে তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তার ৯০তম জন্মবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে তাকে স্মরণ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে তিনি শহীদ হন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসাথে তার প্রিয়তমা স্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া যিনি সম্প্রতি পরলোকগমন করেছেন, তার রুহের মাগফিরাতের জন্যও দোয়া করছি।
দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ ও শহীদ ওসমান হাদিসহ সকল মৃত ব্যক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।



















