close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শহীদ জিয়ার সন্তান তারেক রহমান যা বলেন, তা বাস্তবায়ন করেন — মীর শাহে আলম..

আরিফুল ইসলাম, বগুড়া avatar   
আরিফুল ইসলাম, বগুড়া
বগুড়া-২ (শিবগঞ্জ): দেউলীতে ধানের শীষ মার্কার বিশাল নির্বাচনী জনসভা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নে ধানের শীষ মার্কার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাটি ঘিরে দেউলী খেলার মাঠে নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।

বক্তব্যে তিনি বলেন, দেশগঠনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাস্তবভিত্তিক ও যুগোপযোগী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান যেসব পরিকল্পনার কথা দেশবাসীর সামনে তুলে ধরেছেন, মহান আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার সন্তান তারেক রহমান যা বলেন, তিনি তা করেন—এটাই বিএনপির রাজনীতির ঐতিহ্য ও অঙ্গীকার।

দেউলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ওসমান গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator