close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শহীদ জিয়াই ফিরিয়ে দিয়েছিলেন জামায়াত-আওয়ামীলীগকে রাজনীতির অধিকার, স্মৃতি মুছে ফেলার চেষ্টা ব্যর্থ ফ্যা'সি'বা'দে'র..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বহুদলীয় গণতন্ত্রের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের রাজনীতির পথপ্রদর্শক, যিনি আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীসহ সকল রাজনৈতিক শক্তিকে রাজনীতির মাঠে ফিরিয়ে দিয়েছিলেন। গাজীপুর মহানগর ব..

বহুদলীয় গণতন্ত্রের সূচনা এবং রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার মূল নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে শনিবার (দিন) বঙ্গতাজ অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় গাজীপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ একমত পোষণ করেন যে, শহীদ জিয়া বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তারই উদ্যোগে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীসহ সকল রাজনৈতিক দলের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ ফিরে এসেছিল।

ফ্যাসিবাদ ও রাজনীতির সংস্কারের লড়াই

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত আলম সরকার বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলার চেষ্টা চালিয়ে আসছে, কিন্তু তারা সফল হয়নি। ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীও শহীদ জিয়াকে অন্য চোখে দেখতে শুরু করেছে।”

তিনি আরো বলেন, “শহীদ জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত স্বপ্নদ্রষ্টা, তিনি ছিলেন যিনি বাংলাদেশের রাজনীতির সকল পক্ষকে বৈধতা দিয়ে গণতান্ত্রিক রাজনীতির পথ সুগম করেছেন। তার সংগ্রাম আজও আমাদের পথপ্রদর্শক।”

মহানগর বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য

আলোচনা সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মন্জুরুল করিম রনি, বিএনপি নেতা আহাম্মদ আলী রুশদী, মাহবুব আলম শুক্কুর, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, বশির আহাম্মেদ বাচ্চু, অ্যাডভোকেট এমদাদ খান, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, প্রভাষক বশির আহাম্মেদ, হুমায়ূন কবির রাজু, মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, মহানগর সেচ্ছাসেবকদল নেতা শাহাদাত হোসেন শাহীন, মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি রায়হান আল মাহমুদ রানা, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা বক্তব্য রাখেন।

তারা একমত পোষণ করেন যে, শহীদ জিয়ার স্মৃতির প্রতি সম্মান রেখে রাজনীতিতে স্বচ্ছতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। তার আদর্শকে ধারণ করেই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।

বিশেষ মোনাজাত ও ড্যাবের স্মরণসভা

আলোচনা শেষে মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা খোকন বিশ্বাস বিশেষ মোনাজাত পরিচালনা করেন। একই দিনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাজীপুর জেলা কমিটি শহরের তাজউদ্দীন আহমেদ মেডিকেল হাসপাতালে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত করে।

সেখানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী সদস্য ডা. মাজহারুল আলম ও ড্যাবের সদস্য সচিব ডা. খলিলুর রহমান যুগ্ম আহ্বায়ক ডা. মো. কামরুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা শহীদ জিয়ার ত্যাগ এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানকে স্মরণ করে রাজনীতিতে সৎ ও ন্যায়সঙ্গত কর্মকাণ্ডের প্রতি আহ্বান জানান।

Tidak ada komentar yang ditemukan