close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শেরপুরে পানিতে ডুবে জমজ ২ বোনের মৃত্যু

a m abdul wadud avatar   
a m abdul wadud
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে জমজ দুই বোন শিলা ও নীলাসহ চার শিশু বাড়ি পাশে ডোবাতে জমে থাকা পানিতে গোসল করতে যায়। এসময় হঠাৎ শিলা ও নীলা পানিতে ডুবে যায়। পরে অপর দুই শিশুর চিৎকারে আশেপাশে..

শেরপুরে রাস্তার পাশে ডোবার পানিতে ডুবে জমজ ২ বোনের মৃত্যু হয়েছে। ৩১ মে শনিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোটঝাউয়ের চর নামাপাড়া এলাকায় ওই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছে ওই গ্রামের হতদরিদ্র রিকশাচালক মো. আব্দুস সালামের মেয়ে শিলা ও নীলা (১২)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মোখলেছ আলী।

জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে জমজ দুই বোন শিলা ও নীলাসহ চার শিশু বাড়ি পাশে ডোবাতে জমে থাকা পানিতে গোসল করতে যায়। এসময় হঠাৎ শিলা ও নীলা পানিতে ডুবে যায়। পরে অপর দুই শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে শিলা ও নীলাকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করেন।

লছমনপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. মোখলেছ আলী জানান, ওই দুই কন্যা শিশুর পিতা আব্দুস সালাম ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। আজ দুপুরে পানিতে ডুবে তার দুই কন্যা মারা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

没有找到评论


News Card Generator