নিহত খবির উদ্দীন (৪৫) উপজেলার কাপাশিয়া এলাকার জালাল উদ্দীনের ছেলে। আহত সকুল উদ্দীন (২০) একই এলাকার জামাল উদ্দীনের ছেলে।স্থানীয়রা জানান, রোববার সকালে নালিতাবাড়ীর কাপাশিয়া এলাকা থেকে ১২ জন কৃষি শ্রমিক আন্ধারুপাড়া এলাকায় ধান কাটতে আসে। বিকেলে বজ্রপাতসহ শুরু হয় বৃষ্টি। সন্ধ্যা ৬ টার দিকে কৃষি শ্রমিকরা কাটা ধানের আটি ক্ষেত থেকে পাশের সড়কে তুলতে থাকে। এসময় বজ্রপাতে খবির উদ্দীন নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয় এবং সকুল উদ্দীন নামে অপর এক কৃষি শ্রমিক আহত হন।নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রউফ বলেন, বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আহত অপর কৃষি শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Geen reacties gevonden