শেরপুর প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ মে শনিবার রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে “সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং- স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব” এর প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রেসক্লাব এর প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কার্যকরী সভাপতি রফিক মজিদ এবং প্রিয় অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।
আলোচনা সভায় উপস্থিত প্রেস ক্লাব সদস্য ও বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জুবায়ের রহমান, মনিরুজ্জামান রিপন, তারিকুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, সুলতান আহমেদ ময়না, শান্ত রায়, মোরাদ হোসেন চাঁন, মুরাদ মিয়া প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে প্রেস ক্লাবের কার্যকরী কমিটি ও সাধারণ সদস্য এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মধ্যে শহিদুল ইসলাম হীরা, জোবায়দুল ইসলাম, কাজী মাসুম, হোসাইন আহমেদ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।