শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামে ১৩ মার্চ বৃহস্পতিবার রাত পনে ১০টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ খোরশেদ (৫৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ খোরশেদ সদর উপজেলার সূর্যদী গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে।এক গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ এর নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আবু ছোফিয়ান তরফদার, কং আশরাফুল, অনিক মল্লিকসহ সঙ্গীয় ফোর্স শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ঢাকা মহাসড়কে কানাশাখোলা সড়কে বৃহস্পতিবার রাতে অভিযান চালায়।
এসময় একটি দন্ডায়মান সিএনজিকে চ্যালেঞ্জ করে এবং পিছনের সীটে বসা যাত্রী খোরশেদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে লুঙ্গীর কোচায় ২টি প্যাকেটে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থকে শেরপুর সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



















