বুধবার (৭ মে) দুপুরে দুদকের জামালপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করেন।অভিযান চলাকালে দুদক কর্মকর্তারা লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় অসাধুতা, দালালদের উপস্থিতি ও অনিয়মিত পদ্ধতিতে ফিটনেস সার্টিফিকেট ইস্যুর প্রমাণ সংগ্রহ করেন। এ সময় বিআরটিএ কার্যালয়ের কিছু কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধেও অনিয়মে জড়িত থাকার অভিযোগ পান তারা।অভিযানকালে দুদকের জামালপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।জামালপুর দুদক সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক কামরুজ্জামান বলেন, ‘বুধবার সারা দেশের ৩৫ বিআরটিএ কার্যালয়ে একযোগে আমাদের অভিযান পরিচালনা করা হয়েছে। তারই অংশ হিসেবে শেরপুর বিআরটিএ অফিসে আমরা অভিযান পরিচালনা করছি। এখানে এসে সেবা নিতে আসার ভুক্তভোগীদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স প্রদান ও যানবাহনের ফিটনেস সার্টিফিকেট দেয়ার ক্ষেত্রে নানা রকম অভিযোগ পেয়েছি আমরা। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের প্রমাণ পাওয়া সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Geen reacties gevonden