close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শাট ডাউন কর্মসূচি পালিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে

Gourob Shaha avatar   
Gourob Shaha
****

শাট ডাউন কর্মসূচি পালিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে

রিপোর্টার: গৌরব সাহা | আই নিউজ বিডি

 

নরসিংদী, ২৯ এপ্রিল ২০২৫ — নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে আজ শিক্ষা কার্যক্রম স্থগিত রেখে দিনব্যাপী শাট ডাউন কর্মসূচি পালিত হয়েছে। দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচি পালন করা হয়।

 

শিক্ষার্থীরা সকাল থেকেই ইনস্টিটিউটের প্রধান ফটকে অবস্থান নিয়ে ক্লাস বর্জন করে। তারা বলেন, শিক্ষা ব্যবস্থা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ নিয়ে যে বৈষম্য চলছে, তা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কর্মসূচিতে প্ল্যাকার্ড, স্লোগান ও ব্যানারের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবির কথা তুলে ধরেন।

 

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী বলেন, “আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে মাঠে নামিনি। আমাদের দাবি ন্যায্য এবং যৌক্তিক। সরকার যদি আমাদের কথা না শোনে, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

 

শিক্ষার্থীদের এই কর্মসূচিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

 

উল্লেখ্য, পলিটেকনিক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সমমান সনদ, চাকরির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণসহ নানা দাবিতে আন্দোলন করে আসছে।

No comments found