close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শান্তর পর সেঞ্চুরি হাঁকালেন মুশফিকুর রহিম

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
দলীয় রান ৫০ এর আগেই ছিলো টপ অর্ডারের তিনটি উইকেট। তারপরেই আস্থার প্রতিদান দিয়েই সেঞ্চুরি হাঁকান নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম।..

ব্যাটিংয়ে নামার পর টপ অর্ডার ভেঙে পরে বাংলাদেশের। চাপে পরে বাংলাদেশ। কিন্তু এই চাপ সামলে দলকে খেলায় ফেরান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ২০২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছে নাজমুল শান্ত ও ১৭৬ বলে সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহিম। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) তৃতীয় চক্র শুরু হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। সিরিজের প্রথম ম্যাচে আজ গলের ঐতিহাসিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় টাইগাররা। দিনের পঞ্চম ওভারেই দলীয় শূন্য রানে বিদায় নেন ওপেনার এনামুল হক বিজয়। আসিথা ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরে সামান্য সুইং হওয়া ফুলার ডেলিভারিতে অনিশ্চিত ফ্রন্টফুট ড্রাইভ করেন এনামুল। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে—যিনি ডানদিকে ঝাঁপিয়ে নিয়ে নেন দুর্দান্ত ক্যাচ। ১০ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন এনামুল।

প্রথম ধাক্কার পর সাদমান ইসলাম ও মুমিনুল হক কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে লঙ্কান স্পিনার থারিন্দু ফার্নান্দোর সামনে টিকতে পারেননি তারা। ১৫তম ওভারে টানা দুই বলে দুইজনই ফিরেন স্লিপে ধরা পড়া ক্যাচে। দুইটি ক্যাচই নিখুঁতভাবে তালুবন্দি করেন ধনঞ্জয়া ডি সিলভা। সাদমান ১৪ ও মুমিনুল ২৯ রানে আউট হন।

তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে দলের হাল ধরেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ধৈর্য ও সাবধানতা দিয়ে লঙ্কানদের বোলিং সামলে নিয়ে ইনিংস এগিয়ে নিচ্ছেন তারা।

Ingen kommentarer fundet


News Card Generator