শালিখায় আগুনে পুড়ে ভস্মিভূত হল প্রতিবন্ধী ও তার কর্মস্থল কামারশালা..

Md Jihad Ali avatar   
Md Jihad Ali
****

মাগুরা জেলা প্রতিনিধিঃমাগুরার শালিখায় বসত ঘরে আগুন লেগে সুমন কর্মকার (৪২)নামের এক প্রতিবন্ধী ব্যাক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৩ এপ্রিল) সকাল ৯:৩০ মিনিটের দিকে শালিখা উপজেলার আড়পাড়া বাজারের কালীগঞ্জ রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুমন কর্মকার আড়পাড়া কালীগঞ্জ রোড খালপাড় এলাকায় দিলীপ কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সুমন রায় (কর্মকার) পক্ষাঘাত ব্যাধিতে আক্রান্তের কারণে তার দু"পা অকেজো। সে সারাক্ষণ কক্ষের ভেতরে থাকেন, খাওয়া-দাওয়া সব কিছুই কক্ষের  ভিতরেই করে থাকেন। হঠাৎ অগ্নিকাণ্ডে ঘরের  ভিতরে আগুন ছড়িয়ে পড়লে ঘর থেকে  অন্যান্য সদস্যরা   বের হতে পারলেও সুমন আগুনে পুড়ে মারা যায়।



শালিখা উপজেলার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সঞ্জয় দেবনাথ জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যদের আগুন নেভাতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে। এ সময় আগুনের সুত্রপাত সুমনের কক্ষটি সম্পূর্ণ পুড়ে যায় ও সুমন কক্ষ থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে তার মৃত্যু হয়।
পরে লাশ উদ্ধার করে সকালে শালিখা থানা পুলিশে হস্তান্তর করা হয়।শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পরপরই নিহতর পরিবারের পাশে মাগুরা আর্মি ক্যাম্পের মেজর সাফিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য  প্রদান করেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator