close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শাকিবের দলে বিপিএল খেলবেন সাকিব?

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শাকিবের দলে বিপিএল খেলবেন সাকিব?
সিনেমার নায়ক শাকিব খান ও ক্রিকেটার সাকিব আল হাসান একসঙ্গে হয়েছেন আরও আগেই। রিমার্ক-হারল্যান নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক চিত্রতারকা শাকিব আর শুভেচ্ছাদূত ক্রিকেট তারকা সাকিব। আবারও কি তাদের দেখা যাবে জুটিবদ্ধ হতে? বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে শাকিবের দলে সাকিবের খেলার সম্ভাবনা কতটুকু সেটি জানা গেল এবার। শাকিব খানের প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী। শনিবার মিরপুরের বিসিবি কার্যালয়ে সভাপতি ফারুক আহমেদের সঙ্গে হয় হারল্যান কর্তৃপক্ষের আলোচনা পর্ব। পরে সংবাদমাধ্যমকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন বলেন জানান শাকিবের দলে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা কতটা। ‘আমাদের দলে কারা কারা অন্তর্ভূক্ত হবে তা এ মুহুর্তে বলতে পারছি না। যদি আমরা দলটা পেয়ে যাই তাহলে অনেক কিছু জানতে পারব। সাকিব আল হাসান তো ক্রিকেটের অনেক বড় ব্র্যান্ড। উনার কারো সঙ্গে কন্ট্রাক্ট আছে কিনা এগুলো এ মুহুর্তে বলতে পারছি না। সময় গেলেই এটা জানা যাবে।’ বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইমন বলেন, ‘সামনে বিপিএল। আমরা আজ বিসিবিতে সাক্ষাৎকার দিতে এসেছিলাম। বোর্ড সভাপতি ও সদস্যদের সঙ্গে ইন্টারভিউ সেশন ছিল। আমরা ইতিবাচক কিছু আশা করছি। বিসিবি যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেবো। অনেক নিয়ম-কানুন রয়েছে। সেগুলো সম্পর্কে জেনেছি আমরা। আমাদের মোটিভ কী কেন এসেছি ক্রিকেটে সব বিস্তারিত জানিয়েছি। আমরা আশা করতে পারি (দল পাওয়ার ব্যাপারে)। আমরা অপেক্ষা করছি বিসিবি সিদ্ধানের ওপর। তারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেভাবেই আগাবো।’ বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ২৭ ডিসেম্বর। চলতি মাসেই হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট।
Nessun commento trovato


News Card Generator