close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের ঘনিষ্ঠ ছবি ঘিরে গুঞ্জন, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া..

Zahidul Islam avatar   
Zahidul Islam
নায়ক শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের তিনটি ঘনিষ্ঠ ছবি ফেসবুকে প্রকাশ করে আলোচনায় এলেন মিষ্টি। ছবিগুলো ফ্লাইটে তোলা এবং ক্যাপশনে রয়েছে তিনটি লাভ সাইন ও দুইবার লেখা ‘Love’।

এ নিয়..

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রে—চলচ্চিত্রের পর্দায় যেমন, তেমনি ব্যক্তিজীবন নিয়েও। অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে বিচ্ছেদের পর তৃতীয় বিয়ের গুঞ্জন একাধিকবার উঠেছে। গেল বছর শোনা গিয়েছিল, শাকিব খুঁজছেন একজন ডাক্তার স্ত্রী। সে সময় অভিনেত্রী মিষ্টি জান্নাত ইঙ্গিত দিয়েছিলেন, সেই পাত্রী হতে পারেন তিনিই। যদিও পরে বিষয়টি মজা করে বলেছেন তিনি।

তবে সম্প্রতি আবারও আলোচনায় আসেন এই অভিনেত্রী। গতকাল রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করেন মিষ্টি জান্নাত। ছবিগুলো কোনো একটি ফ্লাইটের ভেতরে তোলা, যেখানে দেখা যাচ্ছে দুজন পাশাপাশি বসে আছেন।

তবে মূল আলোচনার জন্ম দিয়েছে ছবির ক্যাপশন—যেখানে রয়েছে তিনটি ভালোবাসার চিহ্ন এবং দুইবার লেখা ‘Love’। এতে অনেকেই মনে করছেন, শাকিবের জীবনে ‘তৃতীয় প্রেম’ বা ‘তৃতীয় স্ত্রী’ হিসেবে হাজির হয়েছেন মিষ্টি জান্নাত। কেউ কেউ মন্তব্য করছেন, “শাকিবের তিন নম্বর বউ”।

এদিকে শাকিবভক্তরা বিষয়টি ভালোভাবে নেননি। অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখছেন, “মিষ্টি জান্নাতের শাকিবের জীবনে কোনো জায়গা নেই।” কেউ কেউ ছবিগুলো শেয়ার করে প্রশ্ন তুলেছেন, “এই নায়িকা আসলে কী বোঝাতে চাইছেন?”

সব মিলিয়ে একটি পোস্ট ঘিরেই নতুন করে আলোচনায় শাকিব-মিষ্টির সম্পর্ক। তবে এখন পর্যন্ত এ বিষয়ে শাকিব খানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator