মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (২৯ জুন) দুপুর ১ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মাধবপুর উপজেলার রতনপুর গ্রাম অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক যুবককে আটক করেন।আটককৃতরা হলো, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ পাল গ্রামের মো: ইসমাইল মিয়ার পুত্র মো: শরিফ মিয়া (১৮) ও একই উপজেলার আমরুট গ্রামের কুদ্দুস মিয়ার পুত্র মো: রাইহান উদ্দিন (১৮)। ধৃত আসামিদের মাধবপুর থানায় হস্তান্তর প্রকৃয়াধীন আছে।