close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সেবামূলক কাজে সবার শীর্ষে Leo Club of Chittagong Central

Ahmed Syed avatar   
Ahmed Syed
****

সেবামূলক কাজে সবার শীর্ষে Leo Club of Chittagong Central

২০২৪-২০২৫ Leoistic বর্ষে অসাধারণ সেবামূলক কার্যক্রমের মাধ্যমে Leo Club of Chittagong Central অর্জন করেছে ১ম স্থান। তাদের এই অসাধারণ অর্জনের সাথে সাথে, ক্লাবের অন্যতম উদ্যমী সদস্য লিও কামরুল হাসান রাতুল পেয়েছেন Best Leo খেতাব।

সেবার ক্ষেত্রে নিজেদের সেরা প্রমাণ করে তারা বাস্তবায়ন করেছে নানাবিধ সমাজকল্যাণমূলক উদ্যোগ। তাদের উল্লেখযোগ্য সেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে:

১.ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান

২.শিক্ষা সামগ্রী বিতরণ

৩.শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

৪.বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ

৫.নারীদের স্বাবলম্বী করতে বিশেষ কারিগরি প্রশিক্ষণ প্রদান

৬.প্রতি শুক্রবার ফ্রী চিকিৎসা সেবা

৭.নিজেদের পরিচালিত এতিমখানা 

এবং আরও অনেক সামাজিক উন্নয়নমূলক কাজ।

এই ক্লাবটির সার্বিক নেতৃত্বে ছিল Lion's Club of Chittagong Central, যা ছিল তাদের পৃষ্ঠপোষক ক্লাব।

Leo Club of Chittagong Central-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন লিও শ্রী স্বর্গ আচার্য্য এবং Lion's Club of Chittagong Central-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন লায়ন হানিফা নাজিব হেনা (এমজেএফ)। যার নেতৃত্বে অর্জিত হয় এই সম্মাননা। 

তাদের সম্মিলিত প্রচেষ্টা, নিঃস্বার্থ সেবা ও মানবিক দৃষ্টিভঙ্গি সত্যিই প্রশংসনীয় এবং অন্যান্য লিও ক্লাবগুলোর জন্য অনুকরণীয় উদাহরণ।

Tidak ada komentar yang ditemukan