"স্বপ্নদ্বীপ রিসোর্ট" লাইসেন্স বাতিল প্রসঙ্গে কি বলছে "স্বপ্নদ্বীপ রিসোর্ট" কর্তৃপক্ষ :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক ০৪ (চার) তারকামানে "স্বপ্নদ্বীপ রিসোর্ট" উন্নীতকরণ।
গত ১৬ জুন, ২০২১ তারিখে মাননীয় জেলা প্রশাসকের কার্যালয় পাবনা হতে আমরা তিন তারকামানের লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন, ২০১৪ মোতাবেক তিন বা তার অধিক তারকামানের হোটেল এর লাইসেন্স ইস্যু বা হালনাগাদ জেলা প্রশাসকের কার্যালয় প্রদান করতে পারে না। তার প্রেক্ষিতে আমরা গতবছরের জুন মাসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চার তারকামানের লাইসেন্স এর জন্য আবেদন করি ও গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় স্বপ্নদ্বীপ রিসোর্টকে ০৪ (চার) তারকামানের রিসোর্ট হিসেবে উন্নীত করে।
আপনাদের ইতিপুর্বেও বলেছি শুধু স্বপ্নদ্বীপ রিসোর্ট নয় খায়রুল গ্রুপের সকল প্রতিষ্ঠান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সকল বিধিবিধান অনুসরনপুর্বক ব্যবসা পরিচালনা করে, সরকারকে রাজস্ব প্রদান করে ঈশ্বরদীবাসী তথা দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে।
সকল গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলব আপনারা যেকোনো তথ্য পেলে তা যাচাইপুর্বক জনগণের কাছে তথ্য সরবরাহ করবেন।
(বিঃদ্রঃ মন্ত্রণালয় হতে চার তারকামানের ছাড়পত্র থাকায় মাননীয় জেলা প্রশাসক আমাদের পুর্বের লাইসেন্স বাতিল করেছে। তাই এই ধরণের সংবাদে আপনারা বিভ্রান্ত হবেন না)