close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

স্বৈরাচারের পতন না হলে আজ আয়নাঘরে থাকতাম: তাসরিফ খান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শেখ হাসিনা সরকারের আশীর্বাদপুষ্টদের দ্বারা বহু হুমকি-ধামকি, নির্যাতনের শিকার হতে হয়েছে তাসরিফকে।
শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাধারণ মানুষের সঙ্গে উচ্ছাসে মেতেছিল দেশের তারকা অঙ্গনও। সংগীতশিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েনসার তাসরিফ খানও অংশ নিয়েছিলেন তাতে। তাই তো হাসিনা দেশ ছাড়ার এক মাস পূর্তিতে সামাজিক মাধ্যমে তাসরিফ জানালেন, সেদিন সরকার পতন না হলে আয়না ঘরে থাকতেন তাসরিফ। এক ফেসবুক পোস্টে তাসরিফ লেখেন, ‘৩৬শে জুলাই (৫ আগস্ট) স্বৈরাচারের পতন না হলে আজকে নির্ঘাত আয়নাঘরে থাকতাম।’ ‘ভিডিওটা ভালো করে কর, সরকার যতদিন আছে সুবিধা পাবি’ আন্দোলন নিয়ে তাসরিফ খানকে হুমকি দিয়েছিলেন সোলাইমান সুখন? আজ বের না হলে, নিজেকে ক্ষমা করতে পারবো না : তাসরিফ খান তাসরিফের ওই পোস্টের মন্তব্যের ঘরে সহমত প্রকাশ করেন তার অনুরাগীরা। আবার অনেকে তার ওই পোস্ট ঘিরে রসিকতাও করেন। উল্লেখ্য, দেশে হাসিনার শাসনামলে গুম, খুনের মত বহু ঘটনা ঘটে। যারা গুম হতেন, তাদের আয়নাঘর নামে একটি স্থানে রাখা হত বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। যাদের মধ্যে ভুক্তভোগী ছিলেন হাসিনার বিরোধী রাজনৈতিক কর্মী বা আওয়ামী মতবিরোধীরা। হাসিনা ৫ আগস্ট দেশ ছাড়ার পর আলোচনায় আসে সেই আয়নাঘর। তবে তাসরিফ খান আয়নাঘরের মুখ না দেখলেও এর চেয়ে কোনো অংশে কম কিছু দেখেননি তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন এই গায়ক। এজন্য খেসারতও দিতে হয়েছে। শেখ হাসিনা সরকারের আশীর্বাদপুষ্টদের দ্বারা বহু হুমকি-ধামকি, নির্যাতনের শিকার হতে হয়েছে তাসরিফকে।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator