অভিনেত্রী সারিকা সাবরিনকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সংসার ভাঙনের গুঞ্জন। অভিযোগ উঠেছে, গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে। তবে এসব খবরকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন সারিকা।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “চার বছর ধরে আমাদের দাম্পত্য জীবন চলছে। এতদিনে এক রাতও আলাদা থাকিনি আমরা। স্বামী-স্ত্রীর মতবিরোধ থাকেই, সেটাও বহু আগেই মিটে গেছে।”
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “এই পরকীয়ার গল্পটা কোথা থেকে শুরু হলো, সেটাই তো প্রশ্ন! আমি আমার স্বামী-সন্তান নিয়ে গাড়িতে ঘুরতে বের হয়েছিলাম, তখনই এসব শুনে হেসে উঠেছিলাম।”
গুজব নিয়ে বিরক্তি প্রকাশ করে সারিকা বলেন, “বিচ্ছেদের কথা উঠলেই কেন পরকীয়ার গল্প বানানো হয়? সম্পর্ক মানেই কি সবাই এক ছাঁচে গড়া?”
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে সারিকা বিয়ে করেন আহমেদ রাহীকে। এর আগে ২০১৪ সালে তার প্রথম বিয়ে হয়েছিল মাহিম করিমের সঙ্গে, যেখান থেকে তার একটি কন্যাসন্তান রয়েছে। তবে বর্তমান সংসার নিয়ে সারিকার স্পষ্ট বক্তব্য—“সবই গুজব, বাস্তবতা একদম আলাদা।”
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			