close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট,জিয়াউর রহমান বীর উত্তম এর,৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে,সাভার উপজেলা পরিবহন শ্রমিকদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মা..

Md dipo Khan avatar   
Md dipo Khan
****

এই অনুষ্ঠানে প্রধান অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব, মোঃ দ্বীন ইসলাম সভাপতি, ঢাকা জেলা শ্রমিক দল।

বিশেষ অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হোসেন আলী সাধারণ সম্পাদক, ঢাকা জেলা শ্রমিকদল।

এবং সভাপতিত্ব, করেন, মোঃ আব্দুল খালেক সাভার উপজেলা আঞ্চলিক কমিটি সাধারণ সম্পাদক,

সভা পরিচালনা, মোঃ জসিম উদ্দিন ।সভাপতি, সাভার উপজেলা পরিবহন শ্রমিক দল।

সাবেক, সহ-সভাপতি সাভার পৌর শ্রমিকদল।

সাবেক, সহ-সভাপতি সাভার পৌর মুক্তিযোদ্ধা প্রজন্মদল ৭১

এই বিষয়ে মোঃ জসিম উদ্দিন আমাদেরকে জানান, জিয়াউর রহমান ছিলেন সৎ,নিষ্ঠাবান,এবং একজন ন্যায় শাসক বাংলাদেশের।তিনিই প্রথম বাংলাদেশে বহুদল ব্যবস্থা চালু করেন।যা গণতন্ত্রের প্রথম শর্ত।তিনি আরো বলেন কিছু অসাধু দেশদ্রোহী লোক তাকে হত্যা করে তার আমলে বাংলাদেশের উন্নয়ন দেখে। তারা ভেবে ছিলো জিয়াউর রহমান এর নাম বাংলাদেশ থেকে মুছে দিবে কিন্তু এই নামটি ইতিহাস ও সাধারণ মানুষ এর মনের মধ্যে লেখা তাই এই নামটি মোছার চেষ্টা করাটাও বোকামি।স্বৈরাচার এর আমলে জিয়াউর রহমানকে তুচ্ছ করতে চেয়েছিলো জনগণ এর সামনে কিন্তু আল্লাহর বিচার সঠিক বিচার আজ তারা নিজেরাই পালিয়েছে দেশ ছেড়ে এবং আজ নিজেরাই তুচ্ছ হয়েছে।

 

没有找到评论


News Card Generator