শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব অসহায় ও দরিদ্র পরিবারের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঈদ উপহার ভিজিএফ কর্মসূচীর আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
তেঁতুলিয়া ইউনিয়নের ১১৬০ টি পরিবারের মধ্যে এই চাল বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৭ মে) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ উদ্বোধন করেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ।
ইউপি সদস্য মোহাম্মাদ আলী, আমিনুর রহমান, মনিরুজ্জামান মনু, দেলোয়ার হোসেন সোনা, আলাউদ্দীন সরদার, কামরুজ্জামান, শংকর দাশ, মশিয়ার রহমান, জাকিয়া সুলতানা ইতি, রেশমা বেগম ও রেবেকা বেগম নিজ নিজ ওয়ার্ডে চাল বিতরণ করে।