close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের করুণ মৃত্যু ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সাতক্ষীরার তালা উপজেলার পারকুমিরা গ্রামে রবিবার (১৫ জুন)  দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাহফুজ আলী (১৫) নামের এক স্কুল ছাত্রের করুন মৃত্যু হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:


সাতক্ষীরার তালা উপজেলার পারকুমিরা গ্রামে রবিবার (১৫ জুন)  দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাহফুজ আলী (১৫) নামের এক স্কুল ছাত্রের করুন মৃত্যু হয়েছে। মাহফুজ পারকুমিরা গ্রামের মহব্বত আলীর পুত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  


পারিবারিক সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ঐ স্কুল ছাত্র মাহফুজ আলী তার বাড়ীর পাশে একটি মৎস্য ঘেরের পাশে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে মাহফুজ আলী ঘেরের মধ্যে গোসল করতে যায়। এ সময় ঘেরে বিদ্যুৎ এর তার শরীরে স্পর্শ করে তাকে ধরে ফেলে। এ সময় মাহফুজ ঘটনাস্থলে মারা যায়। তার মৃত্যুর খবরে তার পরিবারের মধ্যে কান্নার রোলে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে । 


সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

कोई टिप्पणी नहीं मिली