সাতক্ষীরার তালায় ‘৯৪ ফ্রেন্ডস ফোরামের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার তালায় ‘৯৪ ফ্রেন্ডস ফোরামের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান সোমবার (৯ জুন '২৫) তালা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালায় ‘৯৪ ফ্রেন্ডস ফোরামের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান সোমবার (৯ জুন '২৫) তালা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

তালা ‘৯৪ ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত বন্ধু পুনর্মিলনী ও মিলনমেলায় দেড় শতাধিক বন্ধু-বান্ধবের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। খান মোঃ নুরুল আমিন সেলিমের উপস্থাপনায় ‘৯৪ ফ্রেন্ডস ফোরামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ জয়নুদ্দীন, ঢাকা বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুস আলী, তালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জয়দেব ঘোষ, প্রকৌশলী ফজলুর রহমান,আব্দুল্লাহ আল মামুন মুন্না, খন্দকার জাকারিয়া আহমেদ, খন্দকার একরাম আহমেদ, তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, মনিরুজ্জামান বাচ্চু, রফি আহমেদ, কাজী রিয়াজুল ইসলাম, ইমরুল কবীর, কামরুজ্জামান মোল্যা, সানজিদুল ইসলাম, তুহিন পারভেজ, কোহিনুর ইসলাম, সৈয়দ আরিফ ইশতিয়াক, ইকবাল হোসেন, সাজ্জাদ হোসেন, শাহিনুর রহমান, দীপংকর, কল্যাণ পাল, খলিলুর রহমান, দিলীপ ঘোষ, শারমিন লাকি, আকলিমা খাতুন, সুনন্দা ভদ্র, নিলুয়া ইয়াসমিন, আনিছুর রহমান, সাদিয়া আক্তার শিল্পী, বাবলী খাতুন, জয়ন্ত কুমার, পুলিন প্রমুখ।


উল্লেখ্য, দীর্ঘ ৩১ বছর পর বন্ধুত্বের বন্ধন কে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার যে প্রাণান্তকর প্রচেষ্টা আর সাড়া সেটা আবারও প্রমাণ করল ফ্রেন্ডস ফোরাম ‘৯৪ অপ্রতিরোধ্য।  

Không có bình luận nào được tìm thấy


News Card Generator