close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার পৃথক দুটি উপজেলায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোায়া অনুষ্ঠান ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারী '২৬) সন্ধ্যায় ইটাগাছা বাঙ্গালের মোড়ে ৭নং ওয়ার্ড বিএনপি'র আয়োজনে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ প্রচন্ড ভালোবাসে। যে কারণে কোটি কোটি মানুষ তাঁর জানাজায় অংশ নিয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি ও দেশের মানুষ এমন একজন অভিভাবককে হারালো তার অভাব কখনো পূরণ হবার নয়। দেশনেত্রী নির্যাতন, জেল জুলুম খেটেও তিনি দেশ ত্যাগ করেননি। তিনি দেশ ও দেশের মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে বিএনপিকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। 

দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা তাঁতীদলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, পৌর বিএনপির সাবেক আহবায়ক শের আলী, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সোহেল আহমেদ মানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, আলহাজ্ব আব্দুর রউফের পৌত্র যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সাহেব আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহাসিন আলম প্রমুখ। এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী। 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপি'র সাবেক সদস্য শেখ সোহরাব হোসেন বাবু। 

এ সময় জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীসহ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি'র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, সাতক্ষীরার দেবহাটায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারী '২৬) পারুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পারুলিয়া বালিকা বিদ্যালয়ের মাঠে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। 

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, জিয়া পরিষদের নেতা অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, বিএনপি নেতা হাসান সরাফি প্রমুখ। 

এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শোকসভা শেষে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 

No comments found


News Card Generator