শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ুইমহল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সোমবার (৯ জুন ২০২৫) অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প।
গড়ুইমহল মানবকল্যাণ যুব সংস্থার আয়োজনে এবং গড়ুইমহল মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও আশার বৃত্ত সংস্থার উপদেষ্টা রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেনের সার্বিক সহযোগিতায় এই স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়।
ক্যাম্পে উপস্থিত ২শতাধিক রোগীকে রক্তের গ্রুপ নির্ণয়, হৃদরোগ, মেডিসিন, নাক- কান-গলা ও গাইনী রোগ সংক্রান্ত চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়া ডায়াবেটিস ও অন্যান্য রোগ শনাক্তে সহযোগিতা করে যমুনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
এই আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সংস্থার সভাপতি আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আশিক এলাহি, প্রবাসী শাহিন আলম, আবুল ফারাহ, ওয়াজেদ আলী, হাফেজ মহাসিন কবির, হাফেজ আব্দুল আলিম, আতিয়ার রহমান, উপদেষ্টা হাফেজ হাবিবুল্লাহ ও সাইদুল ইসলাম, সদস্য হাফেজ মোঃ মোস্তাকিন বিল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ ফয়সাল কবির, শামীম আসাদ, সদস্য মোঃ আমিনুর রহমান, মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক ও আছমত আলী।
চিকিৎসা সেবায় ছিলেন ডা. জি.এম. মেহেদী হাসান (এমবিবিএস, এফসিপিএস- ফাইনাল পার্ট), মেডিকেল অফিসার, ইএনটি অ্যান্ড হেড নেক ক্যান্সার হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট, ঢাকা; ডা. আবু রায়হান আলিমী, ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল); মোছাঃ শিরিনা খাতুন, সিনিয়র স্টাফ নার্স, ল্যাব এইড হাসপাতাল, ঢাকা সহ স্থানীয় অনেক চিকিৎসক সেবা দিয়েছেন।জনগণের স্বাস্থ্যসেবায় এমন উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			