শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরা জজ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি, জেলা আওয়ামী লীগের সদস্য ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ জুন' ২৫) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা সদরে অবস্থিত নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, শেখ মোজাহার হোসেন কান্টুর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রহমান জানান, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করায় গত ১৩-০৬-২০২৫ তারিখে কালিগঞ্জ থানায় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়কে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে মামলা (নম্বর: ৯) দায়ের করেন উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের শেখ আকবর হোসেনের ছেলে মহিবুল্লাহ।
উক্ত মামলার এজাহারনামীয় আসামি শেখ মোজাহার হোসেন কান্টুকে গোপন সংবাদের ভিত্তিতে নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			