শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :
সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা মঙ্গলবার (২৩ ডিসেম্বর '২৫) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে ও পরিচালনায় সভায় বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল বারী মোল্যা, জেলা বিএনপি’র সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামিম আহম্মেদ, শিক্ষা অফিসার ইদ্রিস আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশলতা খাতুন, ইমাম সমিতির সভাপতি আব্দুস সাত্তার, ছাত্র প্রতিনিধি মোজাহিদ বিন ফিরোজ, আবিদ হাসান তানভীর প্রমুখ।
অন্যান্যের মধ্যে নওয়াপাড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বিজিবি প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এসময় দেবহাটা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে ধন্যবাদ জানানো হয়। একই সাথে দেবহাটার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে লাইটিং, মৎস্যঘেরের পাশে বাঁধ নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।



















