close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার দেবহাটায় ওয়ার্ড জামায়াতের দাওয়াতী গণসংযোগ পক্ষ-২০২৫ অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
দেবহাটায় ওয়ার্ড জামায়াতের দাওয়াতী গণসংযোগ পক্ষ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে, সভাপতি ও সেক্রেটারী উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এই ভিশনকে সামনে রেখে দেবহাটার পারুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী গণসংযোগ পক্ষ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল '২৫) বিকাল ৫টায় ওয়ার্ড জামায়াত অফিস চত্বরে এ দাওয়াতী গণসংযোগ পক্ষ অনুষ্ঠিত হয়।

এ দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠানে ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম'র সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুস সামাদ মোড়ল'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম, টিম সদস্য শেখ মাসুদ রানা, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন, সেক্রেটারী হাফেজ রফিকুল ইসলাম, ইউপি সদস্য গাজী নজরুল ইসলাম, সেন্ট্রাল হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল চন্দ্র গাতিদার, টিকেট বন্ধু মহল সভাপতি বাবু অজয় কুমার, অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিক, বড়শান্তা পূজা কমিটির সাবেক সভাপতি বাবু সুভাষ চন্দ্র সরকার সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
No comments found


News Card Generator