close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় প্রয়াত বিএনপি কর্মীর পরিবারের পাশে সাবেক সাংসদ হাবিবুল ইসলাম..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার তালায় প্রয়াত বিএনপি কর্মী খলিলুর রহমানের পরিবারের পাশে দাঁড়ালেন সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালা উপজেলার বিএনপির একনিষ্ঠ কর্মী মোঃ খলিলুর রহমানের পরিবারের পাশে দাঁড়ালেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার (২০ জুন ২০২৫) সন্ধ্যায় তালা উপজেলার মহান্দী গ্রামে প্রয়াত খলিলুর রহমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। 

হাবিবুল ইসলাম হাবিব প্রয়াত খলিলুর রহমানের স্ত্রী, পুত্র, কন্যা এবং ভাইয়ের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের খোঁজখবর নেন। তিনি খলিলুর রহমানের একমাত্র পুত্র সীমান্তের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন এবং পরিবারের সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করেন। 

এ সময় হাবিবুল ইসলাম হাবিব বলেন, "খলিল ছিল শহীদ জিয়ার আদর্শের একনিষ্ঠ সৈনিক। সে শুধুমাত্র রাজনীতি করার জন্য এবং কলেজে ছাত্র রাজনীতি করার জন্য ৮ বার এসএসসি পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়। দলের দুর্দিনে প্রতিটি দলীয় কর্মসূচিতে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তার রাজনৈতিক জীবনে কোনো অন্যায় অপরাধের সঙ্গে নিজেকে জড়ায়নি। তার একটি মাত্র ছেলে খুব অসহায় অবস্থায় আছে। আজ থেকে আমি তার লেখাপড়াসহ সকল দায়িত্ব নিলাম। মহান আল্লাহর কাছে দোয়া করি, তাকে যেন বেহেশত নসিব করেন।"

সাক্ষাতে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, বিএনপি নেতা শাহাদাৎ হোসেন, মোঃ আছিরুদ্দীন, যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, যুবদলের বর্তমান সভাপতি মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আনিসুজ্জামান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম এবং ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ শতাধিক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

প্রয়াত মোঃ খলিলুর রহমান ১৪ জুন সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। হাবিবুল ইসলাম হাবিবের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

Nema komentara