close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় নারী উদ্যোক্তাদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ সম্পন্ন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার তালা উপজেলায় গরু, হাঁস ও মুরগী পালন বিষয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টারের হলরুমে গরু, হাঁস ও মুরগী পালন বিষয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, এ প্রশিক্ষণটি দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত হয়। উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিআরভিডব্লিউ প্রকল্পের বাস্তবায়নে তালা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম বিল্লাহ প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন এমজেএফ এর গিয়াস উদ্দিন আহমেদ, রোকনুজ্জামান এবং খ্রীষ্টান এইডের মুসফিকুর রহমান ও আল্পনা রানী। প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী, প্রশান্ত কুমার ঘোষ, তানজিলা খাতুন, মনজিলা খাতুন, হাসি রানী কুন্ডু প্রমুখও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে জালালপুর ইউনিয়নের দরিদ্র মহিলা দলের ১০ জন এবং মাগুরা ইউনিয়নের মহিলা দলের ১০ জন মিলে মোট ২০ জন সুবিধাভোগী নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি তাদের প্রাণিসম্পদ পালনের দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার পথে এগিয়ে নিতে সহায়ক হবে।

প্রশিক্ষণে হাঁস, মুরগীর বাসস্থানের ব্যবস্থা, বিভিন্ন রোগ ও এর প্রতিকার, খাদ্য উপাদানসহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী নারীদের জন্য এই প্রশিক্ষণ ছিল একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা তাদের আত্মকর্মসংস্থানের পথ সুগম করবে।

উক্ত প্রশিক্ষণ নারীদের স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। এই ধরনের উদ্যোগ নারীদের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, এই প্রশিক্ষণ তাদের জন্য অত্যন্ত কার্যকর হয়েছে এবং তারা ভবিষ্যতে এ ধরনের আরও প্রশিক্ষণের আয়োজনের আশা করেন।

کوئی تبصرہ نہیں ملا