close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় মা ও শিশু সহায়তা কর্মশালা: ৩২ জনকে ক্ষুদ্র ঋণ বিতরণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার তালা উপজেলায় মা ও শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে ৩২ জন মহিলার মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার তালা পরিষদ হল রুমে বৃহস্পতিবার (২৯ মে'২৫) সকালে উপজেলা পর্যায়ে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

সাপোটিং ইমপ্লিমেন্টেশন অফ দ্যা মাদার চাইল্ড বেনিফিট প্রোগ্রাম (SIMCBP) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত উক্ত  প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ও  স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার। কর্মশালায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের যুগ্ন-সচিব (উন্নয়ন) ডঃ প্রকাশ কান্তি চৌধুরী। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায় ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ কামাল হোসেন। কর্মশালায় জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবির হোমেন, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনালী ব্যাংক কর্মকর্তা গোবিন্দ সাধুসহ বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সচিরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায়  ৩২ জন মহিলার মাঝে ১৬ লাখ টাকা বিতরণ করা হয়। 

Ingen kommentarer fundet


News Card Generator