close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় যুব পানি কমিটির উদ্যোগে নদী ও পলি ব্যবস্থাপনা প্রশিক্ষণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও জলাবদ্ধতা নিয়ে সাতক্ষীরায় যুব পানি কমিটির উদ্যোগে সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরায় যুব পানি কমিটি ও উত্তরণ এর আয়োজনে এবং জার্মান উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান দুর্ভাগ্যের সহযোগিতায় অনুষ্ঠিত হল 'সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ'। প্রশিক্ষণের মূল বিষয় ছিল নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং জলাবদ্ধতা। এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে, যেখানে বিশেষজ্ঞদের পাশাপাশি স্থানীয় যুবরাও সক্রিয় অংশগ্রহণ করেন।

নদী ও পানি বিশেষজ্ঞ হাসেম আলী ফকির কর্মশালায় বক্তব্য প্রদান করেন। তিনি উল্লেখ করেন, "বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত নদী ভরাট, পলি জমা, জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে ভুগছে। এসব সমস্যা মোকাবিলায় তরুণদের এগিয়ে আসতে হবে। যুব পানি কমিটি যদি সক্রিয় ভূমিকা পালন করে তবে স্থানীয় পর্যায়ে টেকসই নদী ব্যবস্থাপনা সম্ভব।"

সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি মফিজুর রহমান বলেন, "নদীকে রক্ষা করতে হলে প্রথমে আমাদের মানসিকতা বদলাতে হবে। সরকার, বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া জলাবদ্ধতা ও নদী ভরাট সমস্যা সমাধান সম্ভব নয়। যুবকদের প্রশিক্ষণই হতে পারে বড় পরিবর্তনের হাতিয়ার।"

দপ্তর সম্পাদক মহুয়া মঞ্জুয়ারা জানান, "জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার অভাব নারীদের জীবনে বাড়তি চাপ সৃষ্টি করছে। এ জন্য নারী-পুরুষ সবার অংশগ্রহণে নদী ও পলি ব্যবস্থাপনা কার্যক্রম গ্রহণ করতে হবে।"

উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা বলেন, "উত্তরণ দীর্ঘদিন ধরে নদী ও জলাবদ্ধতা সমস্যা নিয়ে কাজ করছে। তরুণরা যদি প্রশিক্ষণ নিয়ে মাঠপর্যায়ে কাজ করে তবে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করা সহজ হবে।"

সাতক্ষীরা যুব পানি কমিটির সদস্য অর্পন বসু বলেন, "নদী ও পানি ব্যবস্থাপনায় স্থানীয় তরুণদের সম্পৃক্ত করতে আমরা কাজ করছি। আজকের প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান তারা গ্রামে ছড়িয়ে দেবে এবং বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখবে।"

অনুষ্ঠানে যুব পানি কমিটির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তারা নদী রক্ষা, পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং জলাবদ্ধতা নিরসনের বিষয়ে নিজেদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন।

এই প্রশিক্ষণ কর্মশালা যুবদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং স্থানীয় সমস্যা সমাধানে তাদের সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা তরুণদের বস্তুগত ও সমাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে।

Ingen kommentarer fundet


News Card Generator