শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরার তালা উপজেলার কলিয়া গ্রামে জমি দখলের আশঙ্কায় একটি পরিবার আদালতের শরনাপন্ন হয়েছে। মোঃ ইমরুল কবির, যিনি প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন মোড়লের পুত্র, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারার অধীনে এ আবেদন করেন। অভিযোগ করা হয়েছে যে, কলিয়া গ্রামের মৃত আকবর মোড়লের পুত্র মোঃ ইয়াছিন মোড়ল, মোঃ আয়ুব মোড়ল এবং মোঃ ইছহাক মোড়ল উক্ত জমি দখলের চেষ্টা চালাচ্ছেন।
ইমরুল কবির জানিয়েছেন, তালা উপজেলার কলিয়া মৌজার ৮২২ দাগের ১১ শতাংশ এবং ৮২১ দাগের এক শতাংশ জমি তারা ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। এই জমির উপর কলিয়া বাজারে দুটি দোকান ঘর রয়েছে। সম্প্রতি, একই গ্রামের মোঃ ইয়াছিন মোড়ল, মোঃ আয়ুব মোড়ল এবং মোঃ ইছহাক মোড়ল এই জমি তাদের দাবি করে দখলের চেষ্টা করছেন। গত ২১ জুন তারা একটি দোকানের ভাড়াটিয়া মোঃ সবুজ শেখকে ঘর থেকে নামিয়ে দেয়ার চেষ্টা করেন, তবে এই প্রচেষ্টা ব্যর্থ হয়।
ইমরুল কবির আরও বলেন, মায়ের মৃত্যুর পর ওয়ারেশ সূত্রে পিতা নুরুল আমিন মোড়ল, বড় ভাই মনিরুল মামুন এবং তিনি নিজে এই জমির মালিকানা প্রাপ্ত হন। কিন্তু বিনা কারণে উল্লিখিত চক্রটি জমির উপর থাকা দোকান দুটি দখলের চেষ্টা করছে। ১৩ জুন প্রথম দফায় দখলের চেষ্টা চালানো হয়েছিল এবং ব্যর্থ হয়ে ২১ জুন দ্বিতীয় দফায় আবারও দোকান থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদের চেষ্টা করা হয়। তাদের ভয়ে এলাকায় অনেকেই মুখ খুলতে সাহস পান না। ভীত হয়ে ইমরুল কবির ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারার অধীনে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদনটি করেন।
এ ধরনের জমি দখলের ঘটনা স্থানীয় সমাজে উদ্বেগ সৃষ্টি করছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর সমাধান খোঁজা হচ্ছে। ভুক্তভোগী পরিবার আশাবাদী যে, আদালতের রায়ের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। ইমরুল কবিরের এই পদক্ষেপ স্থানীয় সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে যে, আইনের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করা সম্ভব।