শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলা জাসাসের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম - এঁর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন '২৫) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা জর্জ কোর্টের জিপি অসিম কুমার সাধু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসাসে 'র যুগ্ন আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জাসাস 'র আহ্বায়ক মোঃ মুর্শিদ আলী, আশাশুনি উপজেলা জাসাস 'র আহ্বায়ক মির্জা আসাদুজ্জামান আসাদ, সাতক্ষীরা পৌর জাসাস 'র আহ্বায়ক মোঃ মামুন আজম, সদর উপজেলা জাসাস 'র আহ্বায়ক মোঃ আব্দুল কাদের, পাটকেলঘাটা থানা জাসাসের আহবায়ক শেখ সামিউল ইসলাম রুবেল, কালিগঞ্জ উপজেলা জাসাস 'র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান হোসেন, সাতক্ষীরা পৌর জাসাস 'র সদস্য সচিব মোঃ সিরাজ আনোয়ার রাজ, সদর উপজেলা জাসাস 'র সদস্য সচিব মোঃ শাহাদাৎ হোসেন, পাটকেলঘাটা থানা জাসাস 'র সদস্য সচিব মোঃ সাইদুর রহমান বাবু, লাবসা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় সাতক্ষীরা জেলা জাসাসের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আল কাফি।
		
				
			


















