close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় গরু মোটাতাজাকরণ ও হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণ সম্পন্ন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার তালায় গরু মোটাতাজাকরণ ও হাঁস-মুরগি পালন নিয়ে দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, অংশগ্রহণ করেছে ৪০ জন সুবিধাভোগী..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালা উপজেলায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়েছে। রবিবার ও সোমবার (২২-২৩ জুন, ২০২৫) তারিখে শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টারের ১ নম্বর হলরুমে গরু মোটাতাজাকরণ এবং ২ নম্বর হলরুমে হাঁস-মুরগি পালন বিষয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।

এই কর্মসূচিটির আয়োজন করা হয়েছিল দাতা সংস্থা ইউরোপীয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়। এছাড়া, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের Promoting Rights of the Vulnerable Women প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণটি পরিচালিত হয়।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাসুম বিল্লাহ এবং ভেটেরিনারি সহকারী মাছাদুজ্জামান। প্রশিক্ষণের উদ্বোধনীতে স্বাগত বক্তব্য রাখেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার।

প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসি রানী কুন্ডু, প্রশান্ত কুমার ঘোষ, তানজিলা খাতুন, মনজিলা খাতুন প্রমুখ।

এই প্রশিক্ষণে জালালপুর ইউনিয়নের মহিলা দলের ২০ জন এবং মাগুরা ইউনিয়নের মহিলা দলের ২০ জনসহ মোট ৪০ জন সুবিধাভোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা গরু মোটাতাজাকরণ এবং হাঁস-মুরগি পালন বিষয়ে নানামুখী ব্যবহারিক জ্ঞান ও প্রশিক্ষণ লাভ করেছেন।

প্রশিক্ষণের মাধ্যমে নারীরা কৃষি ও পশুপালন খাতে আরও দক্ষতা অর্জন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়নে এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Geen reacties gevonden