শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :
সাতক্ষীরার তালা উপজেলার খানপুর গ্রামের সাবেক গ্রাম পুলিশ আদ্যনাথ দাশের বিচালীর গাদায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এতে প্রায় ১৩ হাজার বিচালীসহ পাশ্ববর্তী ঘওে রাখা কাঠ পুড়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। তালা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
মঙ্গলবার (১৩ মে '২৫) বেলা ১২ টার দিকে খানপুর দাশ পাড়ায় উক্ত ঘটনা ঘটে। এ ঘটনায় খানপুর গ্রামের বিমল দাশ, অমল দাশ, সুজন দাশ, বিশ্বজিৎ দাশ ও মাদারী দাশের বিরুদ্ধে তালা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি আদ্যনাথ দাশ।