close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনসহ ১৪ দফা দাবিতে শিক্ষক সম্মেলন ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের মাধ্যমে শিক্ষক সমাজের বৈষম্য  দূরীকরণ  নিশ্চিত  করাসহ ১৪ দফা দাবীতে সাতক্ষীরায় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের মাধ্যমে শিক্ষক সমাজের বৈষম্য  দূরীকরণ  নিশ্চিত করাসহ ১৪ দফা দাবীতে সাতক্ষীরায় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা শাখার আয়োজনে শনিবার (১৪ জুন'২৫) শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারশনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডক্টর কোরবান আলী।

সম্মেলনে বক্তারা ১৪ দফা দাবি উত্থাপন করে তা অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানান। 

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুরের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষক ও বিশিষ্ট আলম ড. খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মুহাঃ রবিউল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ডক্টর মাওলানা শাহজান মাদানি, বাংলাদেশ কিন্ডার গার্ডেন সিটি শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদের সেক্রেটারী মো: আব্দুর রহিম সরকার, ফেডারেশনের উপদেষ্টা সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার সভাপতি মুহাদ্দিস আব্দুল খালেক, আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার, সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আজিজুর রহমানসহ অন্যরা।  

বক্তারা বলেন, ২০২৪ এর জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের সুফল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিকট পৌঁছে দিতে হবে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে শোষণমুক্ত বৈষম্যহীন অন্তভূক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়া বর্তমান সময়ের দাবি। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের মাধ্যমে শিক্ষক সমাজের বৈষম্য দূরীকরণ  নিশ্চিত করাসহ ১৪ দফা ন্যায় সংগত দাবি মেনে নেয়ার জন্য অন্তবর্তী সরকারের নিকট এসময় বক্তারা জোর দাবি জানান।

No comments found


News Card Generator