সাতক্ষীরায় ট্রাকের চাপায় কলেজ ছাত্র নাঈম নিহত
এস এম তাজুল হাসান সাদ, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরার সদর উপজেলায় পণ্যবোঝাই ট্রাকের চাপায় নাঈম হোসেন (২২) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে আগরদাঁড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাঁকডাঙা গ্রামের মোঃ শহীদুল ইসলামের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নাঈমের বাবা শহীদুল ইসলাম জানান, ২০২০ সালে সেনাবাহিনীতে চাকরি পেলেও চার মাসের প্রশিক্ষণ শেষে নাঈম তা ছেড়ে দেন এবং পড়াশুনায় মনোযোগী হন। বর্তমানে তিনি পড়ালেখার পাশাপাশি সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে মোহরার হিসেবে কাজ করতেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাঈম মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। সকাল ৮টার দিকে আগরদাঁড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে বাঁশদহাগামী একটি পণ্যবোঝাই ট্রাক (নং- যশোর-ট-১১-১৬৫৬) তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদুজ্জামান জানান, আহত অবস্থায় নাঈমকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটিও আটক করা হয়েছে।”