close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে ভর্তিচ্ছুদের জন্য হেল্প ডেস্ক..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সহায়তায় সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক স্থাপন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১বর্ষ স্নাতক (সম্মান) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করতে হেল্প ডেস্ক বসিয়েছে সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ছাত্রশিবির।

শনিবার (৩১ মে'২৫) সকালে সাতক্ষীরা সরকারি কলেজের ক্যাম্পাসে বিভিন্ন অঞ্চল থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে এ হেল্প ডেস্ক স্থাপন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

হেল্প ডেস্কে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণসহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করেন সাতক্ষীরা সরকারি কলেজ  শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকরা ছাত্রশিবিরের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এমন সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

হেল্প ডেক্স কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের  সভাপতি মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, “আমরা সবসময় এমন মানবিক কাজ করার চেষ্টা করি । ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহায়তায় আমরা পাশে আছি। এটি ছাত্রশিবিরের একটি মানবিক উদ্যোগ।”

সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন বলেন
“ছাত্রশিবির মেধাবীদের ছাত্র সংগঠন। তাই নবাগত শিক্ষার্থীদের ছাত্রশিবির পক্ষ থেকে আমাদের এ আয়োজন।”

Inga kommentarer hittades